অপহরণের ৫ দিন পর শিশুর লাশ উদ্ধার, আটক ৪

 

মাদারীপুর

মাদারীপুরের শিবচরে অপহরণের পাঁচ দিন পর ওবায়দুর (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে শিবচর এলাকার বিলপদ্মা নদীর পাশের একটি মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত ১২ ডিসেম্বর (মঙ্গলবার) ওবায়দুরকে অপহরণ করে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।
নিহত ওবায়দুর মাদবরেরচর ইউনিয়নের পূর্ব খাড়াকান্দি গ্রামের রতন চোকদারের ছেলে। সে খাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
নিহত শিশুর পরিবার ও পুলিশ জানিয়েছে, গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ির পাশে দোকানে যাওয়ার পর নিখোঁজ হয় ওবায়দুর। এর পরদিন একটি বাংলালিংক মোবাইল নম্বর থেকে তার পরিবারের সদস্যদের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওবায়দুরের পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় টাকা জোগাড় করা সম্ভব হয়নি। পরে ওই মোবাইলটি বন্ধ থাকায় তার পরিবারের লোকজন অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুলিশকে জানায়। পুলিশ অপহরণের অভিযোগ পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে থেকে মারুফ নামে এক অপহরণকারীর স্বীকারোক্তি অনুযায়ী মাছের ঘের থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
ওসি জাকির হোসেন বলেন, ‘শিশু ওবায়দুরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এই ঘটনায় আটকদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ 

আরও পড়ুন:
বিজয় মিছিলে পেট্রোল বোমা হামলা: যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা