দিনাজপুরে ৩ কোটি ২৯ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

দিনাজপুরে প্রায় সাড়ে তিন কোটি টাকার মাদক ধ্বংশ

দিনাজপুরে ৩ কোটি ২৯ লাখ ৪৯ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার সকাল ১১টার দিকে দিনাজপুর-২৯ বিজিবি’র সদর দফতরে এগুলো ধ্বংশ করা হয়। বিভিন্ন সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)মাদক বিরোধী অভিযানে এসব আটক করা হয়।

ধ্বংশ করা মাদকের মধ্যে বিদেশি মদ, ফেন্সিডিল, গাঁজা, দেশীয় চোলাই মদ ও যৌন উত্তেজক সিরাপ ছিল। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল আনিসুর রহমান, বিশেষ অতিথি ২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এসএম রেজাউর রহমান, ৪২ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আব্দুল হান্নান খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক গোলাম রব্বানী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম চৌধুরী প্রমুখ। পরে অতিথিরা মাদকদ্রব্য ধ্বংসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

 আরও পড়ুন: ভালো নেই শেরপুরের ভাষাসৈনিক সৈয়দ আব্দুল হান্নান