কুড়িগ্রামে দুই মাদক ব্যবসায়ীর এক বছরের সশ্রম কারাদণ্ড

 

কুড়িগ্রাম

কুড়িগ্রামে দুই মাদক ব্যবসায়ীকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড।  বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক রাজু আহমেদ এ রায় দেন।

সাজাপ্রাপ্ত দুই আসামি হলো, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার তালুক শিমুলবাড়ী গ্রামের আব্দুল লতিফ মিয়া এবং একই উপজেলার পানি মাছ কুটি গ্রামের হাছেন আলী।

সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কার্তিক দাস ও আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য বহনের অপরাধে উভয় আসামির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। যার নম্বর - জিআর ৩৬/১৩ (ফুলবাড়ী)। কয়েক বছর মামলা চলার পর বৃহস্পতিবার দুপুরে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯ (১) টেবিল ৭ (ক) অনুয়ায়ী প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুল হক জানান, উভয় আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। আদালতের এ রায়ের বিরুদ্ধে জেলা জজ কোর্টে আপিল করা হবে।

আরও পড়ুন: নিখোঁজের চার দিন পর মাদ্রাসা শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার