কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

রুহুল আমিনকুড়িগ্রাম-৪ আসনের (রৌমারী-রাজীবপুর ও চিলমারীর কিছু অংশ) জাতীয় পার্টির (জেপি) এমপি রুহুল আমিনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২০ মে থেকে এ অনুসন্ধান শুরু হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোজাহার আলী সরদার।

আগামী ৬ জুনের মধ্যে তদন্তকারী দলকে দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধান প্রতিবেদনও পাঠাতে বলা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোজাহার আলী সরদার বলেন, ‘কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনে বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা অনুসন্ধান শুরু করেছি। অনুসন্ধান শেষ হলে সে অনুযায়ী প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে।’

এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা জানান, অনুসন্ধানে অভিযোগের সত্যতা পেলে সেই প্রেক্ষিতে এমপিকে জিজ্ঞাসাবাদ করা হবে।