ঠাকুরগাঁও‌য়ে বাস-ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত ১, আহত ৩০

 

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষঢাকা-ঠাকুরগাঁও হাইওয়ের ২৯ মাই‌ল নামক এলাকায় বিআর‌টি‌সি’র যাত্রীবাহী  বাস ও ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হন কমপ‌ক্ষে ৩০ জন। স্থানীয় ও ফায়ার সা‌র্ভি‌সের উদ্ধার কর্মীরা আহতদের উদ্ধার ক‌রে ঠাকুরগাঁও সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়েছে। নিহত হলেন- বাসের হেলপার আব্দুর রহিম। তিনি বগুড়া জেলার সুত্রাপুরের বাসিন্দা।  

পু‌লিশ সূ‌ত্রে জানা ‌গে‌ছে,‌ সোমবার (১৮ জুন) সকা‌লে ঠাকুরগাঁও থে‌কে ছে‌ড়ে আসা খুলনাগামী বিআর‌টি’র একটি বাসের সঙ্গে বিপরীত দিক থে‌কে আসা ট্রাকের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩১ জন আহত হন। গাড়ির নিচে চাপা প‌ড়া বা‌সের হেলপা‌র রহিমের ডান পা কে‌টে তাকে উদ্ধার ক‌রে ফায়ার সা‌র্ভি‌সের কর্মীরা। পরে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এছাড়া আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে সদর হাসপাতাল সূত্র জানায়।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রভাস কুমার জানান, আহতের সংখ্যা বাড়তে পারে, রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে।