একদিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

হিলি স্থলবন্দরজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে আমদানি রফতানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরের অভ্যন্তরে প্রবেশের মধ্য দিয়ে দু’দেশের মাঝে আমদানি রফতানি বাণিজ্য শুরু হয়েছে।











বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ অ্যাজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ছুটি ছিল। সেই সাথে গতকাল ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভারতেও সরকারী ছুটি ছিল। এ কারণে গতকাল সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। আজ দুপুর ১২টার দিকে  বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে।’