হিলি আদালতের নির্দেশে ৪৭৮ কেজি গান পাউডার ধ্বংস করা হয়েছে

র‌্যাবের নেতৃত্বে গান পাউডার ধ্বংস করা হচ্ছে

দিনাজপুরের হিলিতে আদালতের নির্দেশে বিজিবির জব্দ করা ৪৭৮ কেজি গান পাউডার ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টায় হিলির জালালপুর এলাকার একটি পরিত্যাক্ত ইটভাটায় র‌্যাবের বোমা ও বিস্ফোরক উইং এর নেতৃত্বে পুলিশে একটি দল এ গান পাউডারগুলো ধ্বংস করে।

হিলিতে ৪৭৮ কেজি গান পাউডার ধ্বংশ করা হচ্ছে

হাকিমপুর থানার এসআই জহুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ২০১৬ সালে বিজিবি ৪৭৮ কেজি গানপাউডার জব্দ করেছিল যা আমাদের কাছে জমা দেয়। পরে বিষয়টি আদালতে উপস্থাপন করলে বিচারক গানপাউডার ধ্বংসের নির্দেশনা দেন। পরে র‌্যাবের বোমা ও বিস্ফোরক উইংকে সেগুলো ধ্বংস করার জন্য বলা হয়। র‌্যাবের সদর দফতরের অনুমতি নিয়ে মঙ্গলবার দুপুরে রংপুর র‌্যাব-১৩ এর সার্জেন্ট তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বিস্ফোরকগুলো ধ্বংস করে।