আটকরা হলেন, বিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম (৫৫), হিলির দক্ষিণ বাসুদেবপুর গ্রামের বাসিন্দা জাহিদ হোসেন (২৭)। তাজুল ইসলাম জামায়াতের সক্রিয় কর্মী।
হাকিমপুর থানার (ওসি )আনোয়ার হোসেন বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সে জামায়াতের সক্রীয় কর্মী এবং থানায় তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।’
তিনি আরও বলেন, অপরদিকে হিলির দক্ষিণ বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতল ফেন্সিডিলসহ জাহিদ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পরে তাদের দুজনকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।