এরশাদ অসুস্থ, ফের সিঙ্গাপুরে যাবেন: রাঙ্গা

রংপুরে ভোর দিলেন মশিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টির মহাসচিব ও রংপুর-১ আসনের মহাজোট প্রার্থী মশিয়ার রহমান রাঙ্গা রংপুর গঙ্গাচড়া সরকারি বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। ভোট দিতে এসে তিনি বলেন, ‘উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। নির্বাচনে মানুষ আসছেন, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।’ তিনি দাবি করেন,  ‘এইচ এম এরশাদ অসুস্থ হওয়ায় নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারেননি। না হলে জাতীয় পার্টির ফলাফল আরও ভালো হতো। অসুস্থতার কারণে আবারও ১০ জানুয়ারি তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যাবেন।’

রাঙ্গা আরও বলেন, ‘বিএনপি আর ঐক্যফ্রন্ট নির্বাচনে জয়ী হতে পারবে না বুঝতে পেরে নানা কাল্পনিক অভিযোগ করছে। এর মাধ্যমে তারা ভোট চলাকালীন যেকোনও সময় ভোট বয়কট করার ঘোষণা দিতে পারেন বলে আমার ধারণা। জনগণ উন্নয়নের পক্ষে শেখ হাসিনার নেতৃত্বে রংপুর-১ আসনে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে সে কারণে তাকে বিপুল ভোটে জয়ী করবে বলে আমার বিশ্বাস।’

জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘রংপুরের ৫টি আসনে মহাজোটগতভাবে ছাড়া যে ৩টি আসনে উন্মুক্তভাবে আওয়ামী লীগ ও জাপা অংশ নিচ্ছে সেখানে  ফল খারাপ হলে করার কিছু নেই। কারণ, আমাদের অভিভাবক আসতে পারেননি। তারপরও আমরা ভালো ফল করবো বলে আমার বিশ্বাস।’