রাঙ্গা আরও বলেন, ‘বিএনপি আর ঐক্যফ্রন্ট নির্বাচনে জয়ী হতে পারবে না বুঝতে পেরে নানা কাল্পনিক অভিযোগ করছে। এর মাধ্যমে তারা ভোট চলাকালীন যেকোনও সময় ভোট বয়কট করার ঘোষণা দিতে পারেন বলে আমার ধারণা। জনগণ উন্নয়নের পক্ষে শেখ হাসিনার নেতৃত্বে রংপুর-১ আসনে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে সে কারণে তাকে বিপুল ভোটে জয়ী করবে বলে আমার বিশ্বাস।’
জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘রংপুরের ৫টি আসনে মহাজোটগতভাবে ছাড়া যে ৩টি আসনে উন্মুক্তভাবে আওয়ামী লীগ ও জাপা অংশ নিচ্ছে সেখানে ফল খারাপ হলে করার কিছু নেই। কারণ, আমাদের অভিভাবক আসতে পারেননি। তারপরও আমরা ভালো ফল করবো বলে আমার বিশ্বাস।’