উপজেলা প্রশাসনের সহযোগিতায় সেতুবন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. গোলাম কিবরিয়া, সামাজিক বনায়ন ও নার্সারী প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা, সেতুবন্ধনের সহ-সভাপতি খুরশিদ জামান কাকন, সহ-সভাপতি বিথি ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোরছালিন সুমন, অর্থ সম্পাদক মামুন হোসেন, দফতর সম্পাদক কুরবান আলী, কার্যকরী সদস্য সুমন ইসলামসহ অনেকে। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
এর আগে কিশোরগঞ্জে চাঁদখানা মাঝাপাড়া থেকে অসুস্থ লক্ষ্মী প্যাঁচা পাখিটিকে উদ্ধার করে বমুক্ত করা হয়।