হিলিতে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়

বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময় (ছবি– প্রতিনিধি)

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দোলযাত্রা (হোলি) উপলক্ষে আজ বৃহস্পতিবার (২১ মার্চ) দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে মিষ্টি বিনিময় হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সংগ্রাম শিং ও এনামুল হক এবং বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার চাঁন মিয়া একে-অপরের হাতে মিষ্টি তুলে দেন। পরে তারা একে-অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় সেখানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার চাঁন মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, আজ দোলযাত্রা (হোলি) উপলক্ষে বিএসএফ আমাদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। আমরাও তাদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এটা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক সুদৃঢ় করবে।