ডাকাতির ৭ মাস পর কৃষকের মোবাইল উদ্ধার করে দিলো পুলিশ


উদ্ধার করা মোবাইল ফোনটি মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হলোসাত মাস আগে ডাকাতির ঘটনায় খোয়া যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে কৃষক শামীম হোসেনের কাছে ফিরিয়ে দিলো দিনাজপুরের হাকিমপুর-হিলি সার্কেলের এএসপি আখিউল ইসলাম। রবিবার (২৬ মে) বিকালে এএসপি নিজে শামীমের বাড়ি গিয়ে ফোনটি তার হাতে তুলে দেন।
পুলিশ জানিয়েছে,  ২০১৮ সালের ১৫ অক্টোবর রাতে হিলি-ঘোড়াঘাট সড়কের ডুগডুগি বাজারের কাছে ডাকাতি হয়। ওই সময় শামীমের ফোনটি ছিনিয়ে নেয় ডাকাতরা। সেটি ৭ মাস পর উদ্ধার করা হয়।

এ বিষয়ে শামীম বলেন, ‘সাত মাস আগে ডাকাতরা আমার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। পরে বিষয়টি আমি থানায় জানাই। সেই ফোনটি পুলিশ বাড়িতে এসে ফেরত দেবে কোনোদিন ভাবতে পারি নাই।’
এএসপি আখিউল ইসলাম বলেন, শামীম অভিযোগ দিলে আমরা ফোনের সন্ধান করতে থাকি। রবিবার মোবাইল ফোনটি উদ্ধার করা হয় এবং মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়।