ঢাকা থেকে অপহৃত ব্যবসায়ী গাইবান্ধায় উদ্ধার

আলমগীর হোসেন ও সুমন মিয়া (মাঝে)ঢাকা থেকে অপহৃত ব্যবসায়ী সাদিকুর রহমানকে (৪০) রবিবার (৭ জুলাই) গাইবান্ধা সদরের ঘাগোয়া ইউনিয়নের দাড়িয়াপুর এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলমগীর হোসেন (২৬) ও সুমন মিয়া (৩৭) নামে দুই যুবককে আটক করা হয়েছে। গত ৫ জুলাই ঢাকা থেকে অপহরণের শিকার হন সাদিকুর। রবিবার (৭ জুলাই) বিকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের কমান্ডার (এডি) মুন্না বিশ্বাস।

মুন্না বিশ্বাস জানান, ঢাকা থেকে সাদিকুরকে অপহরণের পর গাইবান্ধায় আনা হয়। গোপন সংবাদ পেয়ে ঘাগোয়া ইউনিয়নের দড়িয়াপুর বাজারস্থ যুগীপাড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে গ্রামের আলমগীর হোসেনের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

সাদিকুরের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। আটক সুমনের বাড়ি কুমিল্লা জেলায়।

মুন্না বিশ্বাস আরও জানান, ব্যবসায়ী সাদিকুরকে কেন অপহরণ করা হয় এবং আটক দুজন ছাড়াও আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হবে। অপহরণের অভিযোগে আলমগীর ও সুমনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সদর থানা পুলিশের মাধ্যমে তাদের আদালতে নেওয়া হবে।