রৌমারী সীমান্তে দুই বাংলাদেশি আটক

কুড়িগ্রামকুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভারত থেকে গুরু পাচারকালে দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৩৫ ব্যাটালিয়নের সদস্যারা। সোমবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার দাঁতভাঙা সীমান্তে তাদের আটক করা হয়।

জামালপুর বিজিবি-৩৫ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, কয়েকজন বাংলাদেশি গরু চোরাকারবারি রৌমারীর দাঁতভাঙা বর্ডার আউট পোস্টের (বিওিপি) অধীনস্থ সীমান্ত পথে গরু পাচার করছিল। সোমবার রাতে বিজিবি-৩৫ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ওই স্থানে অভিযান চালিয়ে গরু পাচাররত অবস্থায় আব্দুল হাই সবুজ ও মোখছেদুল হাসান নামে দুই বাংলাদেশিকে আটক করে। এ সময় একটি গরু জব্দ করে বিজিবি।
আটক দুই বাংলাদেশির বাড়ি রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নে। তাদেরকে পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।