শেখ হাসিনা তিস্তা ও ধরলা সেতু রুটে বাস চলাচলের দাবি

লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতির সংবাদ সম্মেলনলালমনিরহাট ও রংপুরকে সংযুক্তকারী শেখ হাসিনা তিস্তা সেতু এবং লালমনিরহাট ও কুড়িগ্রামকে সংযুক্তকারী শেখ হাসিনা ধরলা সেতু রুটে বাস চলাচলের দাবি জানিয়েছে লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতি। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। মার্চের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আগামী ১ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমিতির নেতারা বলেন, লালমনিরহাটের ৫টি উপজেলার সঙ্গে রংপুর শহরের দূরত্ব কমিয়ে আনার জন্য তিস্তা নদীর ওপর শেখ হাসিনা তিস্তা সেতু নির্মাণ করে সরকার। কিন্তু সেতুটির ওপর দিয়ে গণপরিবহন চলতে দেওয়া হচ্ছে না। ফলে সেতু নির্মাণের উদ্দেশ্য সফল হচ্ছে না। আমরা এ রুটে বাস চলাচলের দাবি জানাচ্ছি। একইসঙ্গে ধরলা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা ধরলা সেতু রুটেও বাস চলাচলের দাবি জানাচ্ছি।
জেলা মোটর মালিক সমিতির সভাপতি আসহাবুল হাবিব লাভলু বলেন, ‘সেতু দুটির ওপর দিয়ে বাস চালু করতে দেওয়া না হলে আগামী ১ এপ্রিল থেকে আমরা কঠোর আন্দোলনে যাবো।’
মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ও লালমনিরহাট চেম্বার অব কমার্সের সভাপতি সিরাজুল হকের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির অর্থবিষয়ক সম্পাদক অনুপ কুমার রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন মোটর মালিক সমিতির সভাপতি আসহাবুল হাবিব লাভলু, সড়কবিষয়ক সম্পাদক মঞ্জুর হাসান বাবুল প্রমুখ।