ব্যবসাবান্ধব বাজেট: রংপুর চেম্বার অব কমার্স

বৃহস্পতিবার রংপুরে সকাল-সন্ধ্যা হরতালরংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী ২০২০-২১ সালের প্রস্তাবিত বাজেটের প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এই বাজেট ব্যবসাবান্ধব এবং করোনায় ক্ষতিগ্রস্থ দেশের অর্থনৈতিক মহামন্দাকে পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বৃহস্পতিবার (১১ জুন) রাতে তিনি বাংলা ট্রিবিউনকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই কথা জানান। তিনি বলেন, ‘বিনিয়োগ বাড়াতে শর্ত সাপেক্ষে কালো টাকা বিনিয়োগের সুযোগকে স্বাগত জানাই। কালো টাকা জমি, ফ্ল্যাট, শেয়ারবাজার, স্টক ডিভিডেন্ড, মিউচ্যুয়াল ফান্ড, বন্ডে বিনিয়োগের সুযোগ দেওয়ার ফলে অর্থপাচার বন্ধ হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে। এর ফলে প্রয়োজন হবে না টাকা ছাপানোর। দেশে মুদ্রাস্ফীতি ও হতদরিদ্র বাড়বে না।’

তিনি আরও বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগের কারণে সংকটে ত্রাণ নয়, মানুষকে কাজ দিয়ে বাঁচানো যাবে। এছাড়া প্রস্তাবিত বাজেটে পণ্য আমদানিতে মিথ্যা ঘোষণা রোধে বাড়তি করারোপের বিধান করায় আন্ডার ইনভয়েসিং-ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচার কমে যাবে’

তিনি জানান, রংপুর বিভাগের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। তাই সংশোধিত বাজেটে রংপুর বিভাগে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প জোন স্থাপনের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সুদৃষ্টি আকর্ষণ করেন।