দু’দিনের ব্যবধানে মরিচের দাম বেড়েছে ১০-১৫ টাকা

আমদানি করা কাঁচামরিচ



দিনাজপুরের হিলি স্থলবন্দরে দু’দিনের ব্যবধানে আমদানিকৃত কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। শুক্রবার (২১ আগস্ট) সাপ্তাহিক ছুটির কারণে বন্দর বন্ধ থাকলেও শনিবার একদিনেই বন্দর দিয়ে ২০ ট্রাকে ১২৪ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

কাঁচামরিচ নিয়ে ভারত থেকে ট্রাক আসছেহিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বীনা জানান, দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম সাধারণের নাগালের মধ্যে রাখতে ভারত থেকে বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। ভারতের নাগপুর, গুলডাঙ্গা ও বিহার অঞ্চল থেকে কাঁচামরিচ আমদানি হলেও নাগপুর ও গুলডাঙ্গায় বন্যা হওয়ায় বর্তমানে শুধু বিহার অঞ্চলে কাঁচামরিচের উৎপাদন থাকায় সেখান থেকে কাঁচামরিচ আমদানি হচ্ছে। বন্যার কারণে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় সেদেশেই দাম বেড়েছে। যার কারণে বেশি দামে কিনতে হচ্ছে। এতে করে দেশের বাজারে কাঁচামরিচের দাম বাড়ছে। দেশীয় কাঁচামরিচ না ওঠা পর্যন্ত দাম কমার কোনও সম্ভাবনা নেই।