বেশি দামে আলু বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত


রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সরকার নির্ধারিত ২৫ টাকার পরিবর্তে ৪৫ টাকা কেজি দরে আলু বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড প্রদান করেছে। র‌্যাবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার (২০ অক্টোবর) অভিযান চালিয়ে এ জরিমানা করে।  

র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার হাফিজার রহমান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সহায়তায় র‌্যাবের একটি দল গঙ্গাচড়া উপজেলা সদরে অভিযান চালিয়ে আলু ব্যবসায়ী ইউনুস আলী ও আব্দুল হালিমকে জরিমানা করেন। র‌্যাব তাদের  বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ধার্য মূল্যের চেয়ে অধিক দামে আলু বিক্রির অপরাধে প্রত্যেকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন। 
তিনি আরও জানান, বর্তমানে আলুর বাজার অস্থিতিশীল করার পেছনে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।