ঘুরতে গিয়ে প্রাণ হারালেন তিন বন্ধু

নীলফামারী



দুর্গা পূজার ঠিক পর দিন তিস্তা ব্যারেজ ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন তিন বন্ধু। তারা হলেন- নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের অফিন চন্দ্র রায়ে ছেলে রিংকু রায় (২২), একই উপজেলার লক্ষণপুর বালাপাড়া গ্রামের নিতাই চন্দ্র রায়ের ছেলে দীপ্ত রায় (২২) ও দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের প্রন্সজিৎ রায় (২৫)। জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।










মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল ৫টার দিকে জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের স্লুইচ গেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 
পুলিশ ও স্থানীয়রা জানায়, তিনটি মোটরসাইকেলে আট জন তিস্তা ব্যারেজের দিকে আসার সময় প্রতিযোগিতার এক পর্যায়ে দুইটি মোটরসাইকেল দ্রুত স্লুইচ গেট পার হওয়ার সময় একটি ক্যানেলের নিচে পড়ে যায়। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে জলঢাকা হাসপাতালে নেওয়ার পথে ওই তিন জন মারা যায়।
জলঢাকা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ইউনিয়নের স্লুইচ গেট নামক স্থানে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে পার হওয়ার সময় রাস্তা থেকে ৫০ ফুট নিচে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়। নিহতদের পরিবারকে সংবাদ পাঠানো হয়েছে।