নীলফামারীতে দ্বিতীয় দিনে টিকা নিলেন ৫৩০ জন

করোনাভাইরাসের টিকা প্রদানের দ্বিতীয় দিনে আজ সোমবার (৮ ফেব্রুয়ারী) নীলফামারীর ছয় উপজেলায় ৫৩০ জনকে টিকা দেওয়া হয়েছে।
প্রথম দিনে গতকাল রবিবার (৭ ফেব্রুয়ারি) ২৩০ জন টিকা গ্রহণ করেছিলেন। আজ জেলা জজশিপের সকল বিচারক, কর্মকর্তা ও কর্মচারী, নীলফামারীর ৫৬ বিজিবির কর্মকর্তাসহ বেশ কিছু সৈনিক, জেলার পুলিশ সদস্যসহ প্রথম সারির ব্যক্তিরা করোনার টিকা নেন।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, দ্বিতীয় দিন ৫৩০ জনের মধ্যে টিকা নেন ৪৩৮ জন পুরুষ ও ৯২ জন নারী । এরমধ্যে জেলা সদরে ২৭০ জনের মধ্যে নারী ৬০ জন, ডোমারে ৭০ জনের মধ্যে ১১ জন নারী, ডিমলায় ৮০ জনের মধ্যে ১১ জন নারী, জলঢাকায় ৩০ জনের মধ্যে ৫ জন নারী, কিশোরীগঞ্জ উপজেলায় ৩০ জনের মধ্যে ২ জন নারী ও সৈয়দপুর উপজেলায় ২০ জনের মধ্যে ৩ জন নারী ছিলেন। আজ সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচএ টিকা নেওয়া ৩০ জনই পুরুষ।
উল্লেখ্য, নীলফামারী জেলায় ৬০ হাজার টিকার মধ্যে ৩০ হাজার ব্যক্তি প্রথম ও দ্বিতীয় ডোজ পাবেন। দুইদিনে এই জেলায় টিকা গ্রহণ করেছেন মোট ৭৬০ জন। এর মধ্যে নারী ১৩৩ জন।
এদিকে করোনা টিকা প্রদানের ক্ষেত্রে অনলাইনে বয়সসীমা ৪০-এ নিয়ে আসায় জেলায় নিবন্ধন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।