নীলফামারীতে ৯ম দিনে টিকা নিলেন ১৭ হাজার ২৫০ জন

নীলফামারীতে ৯ম দিনে করোনা টিকা গ্রহণ করেছেন ১৭ হাজার ২৫০ জন। এর মধ্যে আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত জেলার ছয় উপজেলায় টিকা নিয়েছেন দুই হাজার ৭৯০ জন। সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলার ৬টি সরকারি হাসপাতালে চল্লিশোর্ধ্ব মানুষের ভিড় ও টিকা গ্রহণের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। এই গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছিল চলতি মাসের ৭ ফেব্রুয়ারি।

এ ব্যাপারে, নীলফামারী সিভিল সার্জন বলেন, আজ মঙ্গলবার ১ হাজার ১২ জন নারীসহ মোট টিকা গ্রহণ করেন ২ হাজার ৭৯০ জন। এর মধ্যে জেলা সদরে ৫৫০ জন, সৈয়দপুরে ৪১০ জন, সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে ১৮০ জন, ডোমারে ৫০৫ জন, ডিমলায় ৩৯০ জন, জলঢাকায় ৩৯০ জন এবং কিশোরীগঞ্জ উপজেলায় ৩৬৫ জন।

গতকাল (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত এই পরিসংখ্যান ছিল ১৪ হাজার ৪৬০ জন। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৫০ জনে। তিনি জানান, অদ্যাবধি টিকা গ্রহণকারীদের মধ্যে কেউ অসুস্থ হয়নি। জেলায় এ ধরনের কোনও খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, জেলায় ৬০ হাজার ডোজ করোনা টিকা দুই দফায় ৩০ হাজার ব্যক্তিকে দেওয়া হবে। এজন্য জেলায় স্থাপন করা হয়েছে সাতটি কেন্দ্রে ২৪টি বুথ।