ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকের দায় সরকার নেবে না: বাণিজ্যমন্ত্রী

ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর দ্বারা যেসব গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দায় সরকার নেবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এর কারণ হিসেবে তিনি বলেছেন, ‘তারা (গ্রাহক) আসল মূল্যের অর্ধেক দামে পণ্য পাওয়ার প্রলোভনে পড়ে অর্থ লগ্নি করেছিল। এর দায় আমরা নেবো কেন?’

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে রংপুর নগরীর জাহাজ কোম্পানি এলাকায় গোল্ডেন টাওয়ার কমপ্লেক্সে একটি জুয়েলারি প্রতিষ্ঠানের শাখা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘দেশে চালু থাকা ২০ হাজার ই-কমার্সের মধ্যে ১০ থেকে ১২টির মাধ্যমে গ্রাহকরা প্রতারণার শিকার হয়েছেন এবং সরকার তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে।’

তিনি বলেন, ‘আমদানি নির্ভর পণ্য পেঁয়াজ, চিনি, ভোজ্যতেলের দাম বৃদ্ধির কারণ হলো, এসব পণ্যের ৯০ ভাগ বিদেশ থেকে আমদানি করতে হয়। কিন্তু এবার বিশ্ববাজারে এসব পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের দেশেও বেড়েছে। তবে পূজা ও বন্যা শেষে ভারত থেকে আমদানির মাধ্যমে কমবে পেঁয়াজ, মরিচসহ অন্যান্য পণ্যের দাম।’

অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, রংপুর এফবিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, চেম্বার সভাপতি মোস্তফা সোহরাব টিটু চৌধুরী, রংপুর মেট্রোপলিটন চেম্বার সভাপতি রেজাউল ইসলাম মিলন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।