তাণ্ডবের দৃশ্য দেখে নিজেকে অপরাধী মনে করছি: জাফরুল্লাহ

কুমিল্লায় তাণ্ডবের ঘটনার পর সরকার ও বিরোধী দলসহ সবাইকে সেখানে ছুটে যাওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘সেখানে যাওয়া উচিত ছিল তবে আমরা তা করিনি। আমরা সবাই অমানবিক হয়ে গেছি। রংপুরের পীরগঞ্জের মাঝি পাড়ায় তাণ্ডবের দৃশ্য দেখে আমি নিজেকে অপরাধী মনে করছি। সবচেয়ে দুঃখের বিষয় দুর্ভাগা মানুষের ওপরই অত্যাচার হয়েছে।’

বুধবার (২০ অক্টোবর) দুপুরে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে পীরগঞ্জ উপজেলার বড়করিমপুর বটেরহাট ও উত্তর পাড়ায় সন্ত্রাসীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা কেন সরকারি ও বিরোধী দল মিলে পাহারা দিয়ে তাদের রক্ষা করলাম না? শুধু পুলিশের ওপর ভরসা করে লাভ নেই। এখন রাজনীতির সময় নয়, দলমত নির্বিশেষে সবাইকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।’

পীরগঞ্জে তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সব পরিবারকে আগামী একমাস তিন বেলা খাবার দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘বৃহস্পতিবার থেকে খাবার বিতরণ শুরু হবে।’

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মন্ত্রীদের নিয়ে পীরগঞ্জে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘এতে করে ক্ষতিগ্রস্ত দুর্ভাগা পরিবারগুলো সান্ত্বনা ও সাহস পাবে।’

এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সাবেক মুক্তিযোদ্ধা সংদের চেয়ারম্যান নঈম জাহাঙ্গীরসহ বিশিষ্টজনরা তার সঙ্গে ছিলেন।