পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির নিন্দা

পঞ্চগড় জেলার সদর উপজেলার বাঙ্গালপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) লাঠির আঘাতে মো. আলম (২৯) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বাঙ্গালপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহত যুবক হাড়িভাসা ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের আজির উদ্দিনের ছেলে।

এ ঘটনায় বিকালে ওই সীমান্তের মেইন পিলার ৭৫৫-এর ৭ সাব পিলার এলাকায় বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের এমন কর্মকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র ও স্থানীয়রা জানান, আলমসহ কয়েকজন যুবক ভারতীয় এলাকায় প্রবেশ করে। আলমকে একা পেয়ে ভারতের চানাকিয়া বিএসএফ ক্যাম্পের টহলরত এক সদস্য লাঠি দিয়ে মাথায় আঘাত করে ক্যাম্পে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কিছুটা দূরে থাকা আলমের সহযোগীরা বিএসএফ সদস্যদের ওপর চড়াও হয়ে তাকে ছিনিয়ে আনেন। পরে আলম জেলা শহরের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন। পতাকা বৈঠকে ভারতের চানাকিয়া কোম্পানির কমান্ডার নারায়ণ শিং ও বিজিবির ঘাগড়া কোম্পানি কমান্ডার সুবেদার দাইমুল ইসলাম নেতৃত্ব দেন।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পতাকা বৈঠকের মাধ্যমে এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে। আত্মরক্ষার্থে এমনটি করতে হয়েছে বলে বিএসএফ জানিয়েছে। তবে বিএসএফের উচিত ছিল তাকে ধরে আমাদের হাতে তুলে দেওয়া। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে নিশ্চিত হয়ে ভারতে প্রবেশকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’