হিলি স্থলবন্দর দিয়ে আসছে গম 

ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় একদিন বন্ধের পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি শুরু হয়েছে। তবে ১২ তারিখ পর্যন্ত হওয়া এলসিগুলোর গম রফতানির বিষয়ে কোনও সিন্ধান্ত জানায়নি ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার (১৮ মে) দুপুর ১২টার পর বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হওয়া গমবাহী ট্রাক দেশে প্রবেশ করতে শুরু করে। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বন্দর দিয়ে ১০ ট্রাক গম আসে। 

একদিনে আটার দাম বেড়েছে ১০ টাকা 

হিলি স্থলবন্দরের সিআ্যন্ডএফ এজেন্ট রাশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ সোমবার বিকাল থেকে আগের হওয়া টেন্ডারের গম ছাড়করণ বন্ধ করে। ওই দিন শুধুমাত্র ছয় ট্রাক গম আসে, যা আগে আসা গমের অবশিষ্ট অংশ। একইভাবে ছাড় না দেওয়ায় মঙ্গলবার সকাল থেকে বন্দর দিয়ে গম আমদানি বন্ধ ছিল। এ নিয়ে গভারতের কলকাতাতে কাস্টমস ও ব্যবসায়ীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বৈঠক শেষে আগের হওয়া টেন্ডারের গম ছাড়করণের অনুমতি দেয় কাস্টমস কর্তৃপক্ষ। এরপর আজ সকাল থেকে আগের টেন্ডারের গম আসা শুরু হয়। এতে করে বন্দরের আমদানিকারকদের দুই হাজার টনের মতো গম আসতে পারে।  তবে ১২ মে পর্যন্ত হওয়া এলসির বিপরীতে গম রফতানির বিষয়ে কোনও সিন্ধান্ত জানায়নি ভারতীয় কাস্টমস।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বন্দর দিয়ে গম আমদানি অব্যাহত রয়েছে। তবে গমের আমদানি অনেক কমে এসেছে। আগে বন্দর দিয়ে ৫০ থেকে ৬০ ট্রাক এসেছে। বুধবার দুপুরের পর থেকে বন্দর দিয়ে গম আমদানি শুরু হয়েছে। এ পর্যন্ত ১০ ট্রাক গম এসেছে বলে জানান তিনি।