‘বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা’ 

বিবাহবহির্ভূত সম্পর্ক আছে সন্দেহে স্ত্রী আয়েশা বেগমকে (৩৬) কুপিয়ে হত্যা করেন মাইনুদ্দিন মিয়া (৩৬)। থানায় আত্মসমর্পণ করে তিনি অকপটে হত্যার কথা স্বীকার করেছেন।

শুক্রবার (৩ জুন) সকালে রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের খামার নয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মাইনুদ্দিনের বাড়ি ঠাকুরগাঁও জেলা শহরে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ২৩ বছর আগে মাইনুদ্দিন ও নয়াবাড়ি গ্রামের আজিজুল ইসলামের মেয়ে আয়েশার বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি এলাকায় জমি কিনে বসবাস করেন মাইনুদ্দিন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কয়েকদিন ধরে মাইনুদ্দিনের সন্দেহ হয়, পার্শ্ববর্তী এক যুবকের সঙ্গে আয়েশার প্রেমের সম্পর্ক রয়েছে। সম্পর্কের বিষয়ে জিজ্ঞেস করলে আয়েশা বিষয়টি অস্বীকার করেন। এ নিয়ে তাদের মনোমালিন্য চলছিল। বৃহস্পতিবার (২ জুন) রাতে দুই জনের ঝগড়া হয়। পরে ক্ষুব্ধ হয়ে ভোরে শাবল দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আয়েশাকে হত্যা করেন মাইনুদ্দিন। এরপর সকালে পীরগাছা থানায় আত্মসমর্পণ করেন। 

আরও পড়ুন: স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় স্বামী

আয়েশার বাবা আজিজুল ইসলাম বলেন, ‘সন্দেহের বশে আমার মেয়েকে হত্যা করেছে মাইনুদ্দিন। আমি বিচার চাই।’

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, বেলা ১১টায় থানায় আত্মসমর্পণ করেন মাইনুদ্দিন। এরপর হত্যার বিষয়টি অকপটে স্বীকার করেন। পুলিশি পাহারায় তাকে বাড়িতে এনে রক্তমাখা কাপড়, হত্যায় ব্যবহৃত শাবল ও লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়মনাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।