তেল কম দেওয়ায় ২ পাম্পকে জরিমানা

নীলফামারীতে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এই জরিমানা করে।

এর মধ্যে জেলা শহরের ভাই ভাই ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা ও কেন্দ্রীয় বাস টার্মিনালের অদূরে অবস্থিত রাজা ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ওই অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নীলফামারীর সহকারী পরিচালক মো. সামছুল আলম। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বাজার তদারকি ও কৃষি বিপণন কর্মকর্তা এ টি এম এরশাদ আলম খান।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সামছুল আলম বলেন, সোমবার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জ্বালালি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ভাই ভাই ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা ও রাজা ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই অপরাধ ভবিষ্যতে যেন আর না করেন এ জন্য ওই দুই ফিলিং স্টেশন মালিককে সতর্ক করা হয়েছে বলেও জানান ভোক্তা অধিকারের এই কর্মকর্তা।