বড়শিতে ধরা পড়লো এক লাখ ২৮ হাজার টাকার মাছ

নীলফামারীর তিস্তা নদীতে ধরা পড়েছে ৯২ কেজি ওজনের একটি বাগাড় মাছ। জেলা শহরের কিচেন মার্কেটে মাছটি এক লাখ ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) সকালে মাছটি কেনেন জেলা শহরের কিচেন মার্কেটের আল্লাহর দান মৎস্য আড়তের মালিক জিয়াউর রহমান জিয়া। তিনি বলেন, জেলার ডিমলা উপজেলার খালিশাচাপানি ইউনিয়নের বাইশপুকুর এলাকার পাইকার লালচন রায় মাছটি আমার আড়তে নিয়ে আসেন। অনেক দামাদামির পর এক লাখ ২৮ হাজার ৮০০ টাকায় কিনেছি। মাছটি কেটে ৯২ ভাগ করা হয়। মাছ বিক্রি করতে শহরের মাইকিং করা হচ্ছে।

ওই উপজেলার পাইকার ও মাছ বিক্রেতা লালচন রায় বলেন, মঙ্গলবার রাতে দিকে তিস্তা নদীতে মৎস্য শিকারিরা বড়শি দিয়ে মাছটি ধরে।

সরেজমিনে কিচেন মার্কেটের আল্লাহর দান মৎস্য আড়তে দেখা যায়, উৎসুক জনতার ভিড়। ওই ভিড় ঠেলে জেলা শহরে নিউ বাবুপাড়ার বাসিন্দা খতিবর রহমান এক কেজি মাছ কেনেন। তিনি বলেন, জীবনে অনেক টাকা কামাইছি কিন্তু এত বড় মাছ দেখিনি। তাই শখ করে এক কেজি মাছ কিনলাম। ছেলে-মেয়েরা দেখে খুশি হবে।