কারখানা থেকে ১৫ লাখ টাকা চুরি, রাখলেন মাটির নিচে

সিসিটিভি ফুটেজ দেখে নীলফামারীর উত্তরা ইপিজেডের এক্সপোলিং ইন্ডাস্ট্রির কারখানা থেকে চুরি হওয়া ১৫ লাখ টাকার মধ্যে ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। চুরির অভিযোগে আনোয়ারুল (৩৪) নামে ওই কারখানার এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গত ৯ আগস্ট ওই কারখানার দ্বিতীয় তলার কক্ষের দরজা ভেঙে টাকাগুলো চুরি করা হয়।

গ্রেফতার আনোয়ারুল সদর উপজেলার পৌর শহরের কুখাপাড়া এলাকার মো. আইয়ুব আলীর ছেলে। সে উত্তরা ইউপিজেডের এক্সপোলিং ইন্ডাস্ট্রি লিমিটেড কারখানার কর্মচারী।

নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ বলেন, গত ৯ আগস্ট রাতে এক্সপোলিং ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানির দ্বিতীয় তলায় পরিবহন বাবদ রাখা ১৫ লাখ টাকা দরজা ভেঙে চুরি করেছে ওই কারখানার কর্মচারী আনোয়ারুল। কারখানার চেয়ারম্যান এ জেড এম কামরুল হামিদ বাদী হয়ে পর দিন শুক্রবার থানায় একটি অভিযোগ করেন।

ওসি আরও জানান, বুধবার ভোরে অভিযান চালিয়ে আনোয়ারুলের নিজ বাড়ির গোয়াল ঘরের মাটির নিচে দুটি প্লাস্টিকের বৈয়াম থেকে ওই টাকা উদ্ধার করা হয়। সেই সঙ্গে তাকে গ্রেফতার করা হয়। সব আইন প্রক্রিয়া শেষে আজ সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।