এসএসসির প্রশ্নফাঁস: ভূরুঙ্গামারীর ইউএনওকে শোকজ

দিনাজপুর বোর্ডের অধীন চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার দেব শর্মাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

গত বুধবার চিঠির মাধ্যমে ইউএনওর কাছে জবাব চাওয়া হলেও শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক। শোকজে তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। 

ইউএনও দীপক কুমার দেব শর্মা ওই উপজেলা পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি। এ বিষয়ে জানতে ইউএনওকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

আরও পড়ুন: প্রশ্নফাঁস: সব ধাপে ‘দায়িত্বে অবহেলা’

এ বিষয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‌‘যেহেতু প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে সেহেতু পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি হিসেবে সার্বিক বিষয়ে ইউএনওর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।’

প্রসঙ্গত, ভূরুঙ্গামারীর নেহাল উদ্দিন পাইলট বা‌লিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র থেকে এসএসসির প্রশ্নফাঁসের ঘটনা ঘটে। প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব ও প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ বিদ্যালয়ের পাঁচ শিক্ষক এবং পিয়নকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: প্রশ্নফাঁস: উপ‌জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়ায় চার বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন করে ছয় বিষয়ের প্রশ্নপত্র বাতিল করেছে দিনাজপুর শিক্ষাবোর্ড। এরই মধ্যে দায়িত্বে অবহেলার অভিযোগে বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।