ভাই-ভাতিজার মারধরে প্রাণ গেলো বৃদ্ধের

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বড় ভাই ও ভাতিজাদের মারধরে আজিজুল হক (৬০) নামে এক বৃদ্ধ নিহতের অভিযোগ উঠেছে। 

সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের কালিরহাট বাজারের পূর্ব দিকে চর বলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুল হক ও তার বড় ভাই ফজল হক (৬৫) চর বলদিয়া গ্রামে পরিবারসহ পাশাপাশি দুই বাড়িতে বসবাস করেন। দুই দিন আগে আজিজুলের বাড়ি থেকে কয়েক হাজার টাকা হারিয়ে যায়। এ ঘটনায় বড় ভাইয়ের ছেলে ও ছেলের বউকে সন্দেহ করে হারানো টাকা ফিরিয়ে দেওয়ার দাবি করেন তিনি। টাকা হারানোর পর থেকে এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বাগবিতণ্ডা চলছিল। আজ সকালে আজিজুল আবারও তার বড় ভাইয়ের পরিবারকে টাকা চুরির দায় দিয়ে বাড়ির পাশের জমিতে কাজ করতে যান। এ সময় ফজল দুই ছেলে সোহেল (৩৫) ও রতনকে (২৪) সঙ্গে নিয়ে আজিজুলকে কিলঘুষি মারতে থাকেন। তাদের মারধরে আজিজুল মাটিতে লুটিয়ে পড়লে সেখানেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ঘটনার পর অভিযুক্ত ফজল ও তার দুই ছেলেসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।