শিক্ষ‌কের ওপর চড়াও হওয়া সেই বিএন‌পি নেতার বিরু‌দ্ধে মামলা

কু‌ড়িগ্রাম সরকা‌রি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষ‌কের ওপর চড়াও হ‌ওয়ার ঘটনায় জেলা বিএন‌পি নেতা মাসুদ রানাসহ চার অ‌ভিভাব‌কের বিরু‌দ্ধে মামলা করা হ‌য়ে‌ছে। সোমবার (২৩ জানুয়া‌রি) ভুক্ত‌ভোগী শিক্ষক আব্দুল হাই সি‌দ্দিকী বাদী হ‌য়ে সদর থানায় মামলা ক‌রেন।

মাসুদ রানা জেলা ছাত্রদ‌লের সা‌বেক সাধারণ সম্পাদক ও জেলা বিএন‌পির বর্তমান ক‌মি‌টির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক। মামলার অন্য আসা‌মিরা হ‌লেন পৌর এলাকার পুরাতন পশু হাসপাতাল মোড়ের ব্যবসায়ী শামসুল হকের ছেলে রুমন মিয়া, মুন্সিপাড়ার আমিনুল ইসলাম ও কৃষ্ণপুর গ্রামের আলতাফুর রহমান বিদ্যুৎসহ অজ্ঞাত আরও সাত-আট জ‌ন। তাদের বিরু‌দ্ধে দলবদ্ধ হ‌য়ে সরকা‌রি কা‌জে বাধাদান, সরকা‌রি কর্মচারী‌কে আঘাত ও ভয়ভী‌তি দেখা‌নোর অ‌ভি‌যোগ আনা হ‌য়ে‌ছে।

এ বিষয়ে সদর থানার ও‌সি খান মো. শাহ‌রিয়ার ব‌লেন, ‘মামলা হ‌য়ে‌ছে। আসা‌মি‌দের গ্রেফতা‌রে অ‌ভিযান চল‌ছে।’

গত র‌বিবার (২২ জানুয়া‌রি) দুপু‌রে সন্তা‌নের ভর্তি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আ‌বেদন দি‌তে কু‌ড়িগ্রাম সরকা‌রি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ‌কের অ‌ফিস ক‌ক্ষে যান মাসুদ রানা। এ সময় বাগবিতণ্ডার একপর্যায়ে বিদ্যালয়ের শিক্ষ‌ক আব্দুল হাই‌য়ের ওপর চড়াও হন তিনি। এ ঘটনার সি‌সিটি‌ভি ফু‌টেজ প্রকাশ পেলে শিক্ষক-শিক্ষার্থী‌দের মা‌ঝে ক্ষোভের সৃ‌ষ্টি হয়। 

ওই দিন বিকা‌লে ভুক্ত‌ভোগী শিক্ষক এ বিষ‌য়ে সদর থানায় জি‌ডি ক‌রেন। সি‌সিটি‌ভি ফু‌টেজে দেখা যায়, বাগ‌বিতণ্ডার একপর্যা‌য়ে শিক্ষকের দিকে তেড়ে যাচ্ছেন অভিভাবক মাসুদ রানা। উপ‌স্থিত অন্য শিক্ষক ও অ‌ভিভাবকরা তাকে নিবৃত্ত ক‌রেন। প‌রে মাসুদ রানার বিরু‌দ্ধে শিক্ষক‌কে ধাক্কা ও কিলঘু‌সি দেওয়ার অ‌ভি‌যোগ আনা হ‌লেও তা অস্বীকার ক‌রে‌ন।