ছাত্রলীগ কর্মী বাবলু হত্যা মামলায় নুর কসাই গ্রেফতার

কুড়িগ্রামের ছাত্রলীগ কর্মী শামীম আশরাফ বাবলু (২৩) হত্যা মামলার প্রধান আসামি নুরুল কসাই ওরফে নুর কসাইকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২৭ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আরমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেফতার নুর কসাই সদরের বেলগাছা ইউনিয়নের নীলকণ্ঠ গ্রামের মৃত বাবু কসাইয়ের ছেলে। ছাত্রলীগ কর্মী বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।

সিআইডি জানায়, এক মাস আগে বাবলু হত্যা মামলার তদন্তের দায়িত্ব পায় সিআইডি। ওই মামলার এজাহারভুক্ত আসামি নুরুল কসাই ওরফে নুর কসাইকে সোমবার গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পরই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মামলার পলাতক অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সিআই‌ডির অতিরিক্ত পুলিশ সুপার আরমান হোসেন বলেন, ‘গ্রেফতার নুর কসাইকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কোনও আসা‌মি‌কে ছাড় দেওয়া হ‌বে না। পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।’

এর আগে গত ২৮ জুন সদরের বেলগাছা ইউনিয়নের নীলকণ্ঠ গ্রামে ওই ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়ার নেতৃত্বে ছাত্রলীগ কর্মী শামীম আশরাফ বাবলুর বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত বাবলু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে ইউপি চেয়ারম্যান লিটন মিয়াসহ ১৭ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের ৯ মাস পেরিয়ে গেলেও হামলার নেতৃত্বদানকারী চেয়ারম্যান লিটন মিয়াসহ মূল আসামিদের গ্রেফতার করেনি পুলিশ। তবে তদন্তের দায়িত্ব পাওয়ার পর প্রধান আসা‌মি নুর কসাই‌কে গ্রেফতার কর‌লো সিআই‌ডি।