ডিউটিরত অবস্থায় মারা গেলেন পুলিশ কর্মকর্তা

রাত্রীকালীন টহল ডিউটিতে থাকা অবস্থায় মারা গেছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন (৪৫)।

বুধবার (২৬ এপ্রিল) ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিল্লাল মারা যান বলে নিশ্চিত করেছেন কচাকাটা থানার ওসি গোলাম মর্তুজা। বিল্লাল হোসেনের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলাার বালিগাঁও গ্রামে। তার বাবার নাম হাসেন আলী। মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।

ওসি বলেন, ‘মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত টহল পুলিশের দায়িত্বে ছিলেন বিল্লাল। ডিউটিরত অবস্থায় বুধবার ভোরের দিকে কচাকাটা বাজার এলাকায় অসুস্থবোধ করেন। এ সময় সহকর্মীরা তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিল্লাল মারা গেছেন বলে আমাদের জানিয়েছেন চিকিৎসক।’

ওসি গোলাম মর্তুজা বলেন, ‘বিল্লাল সৎ পুলিশ কর্মকর্তা ছিলেন। কখনও নামাজ ছেড়ে দিতেন না। তার এমন মৃত্যুতে আমরা পুলিশ পরিবার শোকাহত। পরিবারের প্রতি সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।’

এদিকে, দুপুরে কচাকাটা থানা চত্বরে বিল্লাল হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে কুড়িগ্রাম পুলিশ লাইনসে দ্বিতীয় জানাজা শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

বিল্লাল হোসেন ১৯৯৭ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ২০২২ সালের ১২ মে থেকে কুড়িগ্রামের কচাকাটা থানায় কর্মরত ছিলেন। সহকর্মীদের কাছে ছিলেন সজ্জন পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত।