উন্মুক্ত কাউন্সিলে আগামী নির্বাচনের জন্য প্রার্থী বাছাই করছে জাকের পার্টি

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রগতি যারা চায় না, দেশে সংকট তৈরি করে যারা এর সুযোগ নিতে চায়, তাদের থেকে সাবধান হতে হবে। তাদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। জাকের পার্টি দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখায় সর্বাত্মক কাজ করে যাবে।’ 

শুক্রবার (১৬ জুন) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে জাকের পার্টির সংসদীয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে পাটগ্রাম উপজেলা সদরে আয়োজিত দলীয় কাউন্সিলে তিনি এ কথা বলেন। 

শামীম হায়দার বলেন, ‘সারা দেশে ৩০০ সংসদীয় আসনে দলীয়  প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে গত ১০ জুন থেকে জাকের পার্টির আসনভিত্তিক এ কাউন্সিল শুরু করেছে। কাউন্সিলে লালমনিরহাট-১ আসনের জাকের পার্টি, সহযোগী সংগঠন, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের নেতা, নেত্রী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন স্তরের মানুষ সরাসরি ভোটদানের মাধ্যমে জাকের পার্টির প্রার্থী বাছাই চলছে।’

কাউন্সিলে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- পার্টির কেন্দ্রীয় নেতা শেখ নজরুল ইসলাম লিটন, মুফতি শরীফুল ইসলাম সাঈফী, মুফতি মাসুম বিল্লাহ, নজরুল ইসলাম, মোর্শেদ হাসান জামাল, রশিদ হাওলাদার, কৃষক মহিউদ্দীন, বিপ্লব বণিক, মুফতি কাউসার আহমেদ চাদপুরী প্রমুখ।