সাঈদী ইস্যুতে লালমনিরহাটে ১৩ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার

দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও মন্তব্য করায় ১৩ ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার করে লালমনিরহাট জেলা ছাত্রলীগ। এদের মধ্যে একজন জেলা ছাত্রলীগের সহসভাপতি।

শনিবার (১৯ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ ও সাধারণ সম্পাদক আরিফ ইসলাম স্বাক্ষরিত চিঠিতে কেন্দ্রীয় ছাত্রলীগকে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সহসভাপতি হুমায়ুন কবিরসহ বহিষ্কারাদেশ পাওয়া অন্যরা হলেন—চলবলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম সুমন, ৬নং ওয়ার্ড গড্ডিমারি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাসান ভুইয়া, গোতামারি ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক মোনা ব্বারুল হক মিশেল, টুংভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আল আমিন হোসেন সাগর, উত্তর বাংলা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ সদস্য মামুনুর রশীদ লিওন, মোগলহাট ইউনিয়ন শাখার সহসভাপতি আমিনুল ইসলাম রানা, মোগলহাট ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক ইব্রাহীম ইসলাম, মোগলহাট ইউনিয়ন শাখার আইন বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবিন, ৪নং ওয়ার্ড লালমনিরহাট পৌর শাখার সহসভাপতি শ্রাবণ হোসেন, লালমনিরহাট পৌর শাখা ছাত্রলীগ সদস্য ইসমাইল হোসেন আদর, ৪নং ওয়ার্ড জোংড়া ইউনিয়ন পাটগ্রাম শাখার সহসভাপতি সহিদ, ৭নং ওয়ার্ড পাটগ্রাম পৌর ছাত্রলীগের সদস্য ইবনে রুসদ। তাদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারাদেশ দেওয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর সুপারিশ করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান জানান, আমরা তদন্ত করেছি। সবার ফেসবুক স্ক্রিনশটসহ বিভিন্ন ডকুমেন্ট সংগ্রহ করেছি। আমরা এখনও আমাদের নজরদারি চালিয়ে যাচ্ছি।