প্রকৌশলীর মৃত্যুতে দায়ীদের বিচারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম শহরের বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএসের পুকুর থেকে উদ্ধার হওয়া প্রকৌশলী মাহমুদ উল ফেরদৌস মামুনের (২৮) মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে ছিনাই ইউনিয়নের ছিনাই বাজার এলাকায় কুড়িগ্রাম-রংপুর সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী, মামুনের স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় আওয়ামী লীগ এই মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত মামুনের পিতা ছদরুল হক, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, ছিনাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী, আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকন, ছাত্রলীগ নেতা সাজেদুল ইসলাম, যুবনেতা বুলেট মিয়া, মামুনের বড় ভাই মাহবুবুল ফেরদৌস রতন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, মামুনকে হত্যা করা হয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন ও দায়ী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

মামুনের অকাল মৃত্যুতে বিচারের দাবিতে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন সিংহীমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

রাজারহাট থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, গ্রেফতার চার আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিকা কী কারণে ও কীভাবে মামুনের মৃত্যু হয়েছে তা সুষ্ঠু তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’