লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের দুই সদস্য আটক

ভুয়া পরিচয়ে কৌশলে নানান প্রলোভনে বিভিন্ন ব্যক্তির নিকট হতে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন অভিযোগে দুই প্রতারককে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন মোবাইল কোম্পানির ১৪৪টি সিম। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের রংপুরের পুলিশ সুপার জাকির হোসেন।

পিবিআই জানায়, নীলফামারী জেলার জলঢাকা উপজেলাধীন কাঁঠালি মাস্টারপাড়া এলাকার মৃত জিয়াউর রহমানের ছেলে মো. জাকির হোসেন (২১) ও একই উপজেলার কাজীরহাট এলাকার তবিবর রহমানের ছেলে মো. রবিউল ইসলাম (৩৯)। গ্রামের সহজ-সরল লোকদের নিকট হতে এনআইডি ও একাধিক টিপসই সংগ্রহ করে তাদের নামে সর্বোচ্চ সংখ্যক সিম রেজিস্ট্রেশন করে। একটি সিম সেই ব্যক্তির নিকট সরবরাহ করে অবশিষ্ট সিম প্রতারক চক্রের কাছে অধিক দামে বিক্রি করাসহ বিকাশ এবং নগদ অ্যাকাউন্টে লাখ লাখ টাকা কৌশলে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে আর্থিক লেনদেনের অভিযোগ পিবিআই পুলিশের কাছে আসে।

এই অভিযোগের সূত্র ধরে পিবিআইয়ের একটি চৌকস টিম রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় নীলফামারী জেলার জলঢাকা এলাকার দুই প্রতারককে আটক করে। তাদের নিকট থেকে বিভিন্ন ব্যক্তির নামে রেজিস্ট্রেশনকৃত ১৪৪টি সিম উদ্ধার করা হয়।

পিবিআই আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের দোষ স্বীকার করে। তারা তাদের অন্যান্য সহযোগীসহ বিভিন্ন ব্যক্তির এনআইডি ব্যবহার করে বিকাশ ও নগদ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ভুয়া পরিচয়ে কৌশলে সমাজের বিভিন্ন স্তরের মানুষের নিকট থেকে লাখ লাখ হাতিয়ে নিয়েছে।

পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন জানান, প্রতারক চক্রের অন্যান্য সহযোগীদের আটক করতে অভিযান চলছে। এ ছাড়া আটককৃতদের বিরুদ্ধে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।