বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গোরপোতা-দহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রফিউল ইসলাম টুকলু (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ উঠেছে। বিএসএফ তার লাশ ভারতে নিয়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। তবে লাশ কবে কখন ফেরত দেবে এ বিষয়ে কোনও কথা হয়নি। ময়নাতদন্তের পর লাশ ফেরত দিতে পারে।

রবিবার (২৮ জানুয়ারি) ভোর ৫টার পর ওই সীমান্তের ডাঙারপাড় এলাকার এক নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অন্যান্য সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া থাকে। ওই অংশে কোনও বেড়া নেই। সেখানে বাংলাদেশি এবং ভারতীয় জমি রয়েছে।

দহগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, বিজিবি-বিএসএফের বৈঠক হয়েছে। নিহত রফিউল ইসলাম টুকলু পেশায় কৃষক ছিলেন। তিমি চোরাকারবারি বা গরু পারাপারের সঙ্গে জড়িত ছিলেন না। ভারতের অংশে সে চিনি আনতে গিয়েছিল।