মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল

নীলফামারীর কিশোরগঞ্জে বাঁশঝাড়ে ভেকু মেশিন (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটার সময় একটি থ্রি নট থ্রি রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল পাওয়া গেছে। সোমবার (২২ এপ্রিল) উপজেলার সদর ইউনিয়নের তিস্তা সেচ ক্যানেলের অবিলের বাজার এলাকায় বাঁশঝাড়ে মাটি কাটার সময় অস্ত্রগুলো পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বা তার পরে কেউ এগুলো লুকিয়ে রেখেছিল।মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল।

পুলিশ ও স্থানীয় লোকজন, সোমবার বিকালে অবিলের বাজার এলাকায় বাঁশঝাড়ে মাটি কাটার সময় একটি থ্রি নট থ্রি রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল দেখতে পান শ্রমিকরা। তারা পুলিশকে খবর দেন। রাত সোয়া ১০টার দিকে সেখানে গিয়ে মঙ্গলবার দুপুর পর্যন্ত ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। বিকালে বোম ডিসপোজাল ইউনিট অস্ত্রগুলো উদ্ধার করেছে।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোরহার্দী বলেন, ‘পুরাতন একটি বাঁশঝাড়ে মাটি খননের সময় অস্ত্রগুলো বেরিয়ে আসে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে মানুষজন ভিড় জমান। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আমাদের ধারণা, মুক্তিযুদ্ধের সময় বা তার পরে কেউ এগুলো লুকিয়ে রেখেছিল।’

ওসি পলাশ চন্দ্র মন্ডল বলেন, ‘একটি থ্রি নট থ্রি রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল উদ্ধার করা হয়েছে। এগুলো অনেক পুরোনো। এখন আর কার্যকারিতা নেই। ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় বা তার পরে কেউ এসব অস্ত্র লুকিয়ে রেখেছিল। সক্রিয় থাকলে এগুলো নিষ্ক্রিয় করবে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।’