সৈয়দপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

নীলফামারী সৈয়দপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ হাসান ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

ফিরোজ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর পৌর শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। মঙ্গলবার (২২ এপ্রিল) গভীর রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ওসি ফইম উদ্দিন জানান, ৫ আগস্ট বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা কার্যালয় ভাঙচুর ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সব আইনি প্রক্রিয়া শেষে সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।