তক্ষকের মূল্য দেড় কোটি টাকা!

সুনামগঞ্জ সীমান্তে আটক তক্ষকসুনামগঞ্জের মনাইপাড়া সীমান্ত থেকে একটি ভারতীয় তক্ষক আটক করেছে বিজিবি। ১২ ইঞ্চি দৈর্ঘে্যর এই তক্ষকটির মূল্য প্রায় দেড় কোটি টাকা। স্থানীয় বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মাহবুব আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২৮ বিজিবি লাউরেরগড় বিওপি’র নায়েব সুবেদার মো. এমদাদুল হকের নেতৃত্বে অভিযান শুরু হয়। ওই টহল দল গভীর রাতে সীমান্ত মেইন পিলার ১২০৭ থেকে ২৫০ গজ দূরে বাংলাদেশের মনাইপাড়া নামক জায়গা থেকে ভারতীয় তক্ষকটি আটক করে।

স্থানীয় বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মাহবুব আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তক্ষকটি ফেলে পালিয়ে যায়। ১২ ইঞ্চি দৈর্ঘে্যর ওই তক্ষকের মূল্য আনুমানিক প্রায় দেড় কোটি টাকা।’ সীমান্ত অপরাধ দমনে বিজিবি তৎপর রয়েছে বলে জানান তিনি।

 আরও পড়ুন:

ইজতেমা ময়দানে ৬ মুসল্লির মৃত্যু

/টিআর/