সুরঞ্জিত হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত আরিফুলও শ্রদ্ধা জানালেন

সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন আরিফুল হক চৌধুরীবর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানান সিলেট সিটি করপোরেশনের (সাময়িক বহিষ্কৃত) মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত। এজন্য তিনি কারাভোগ করেছিলেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান আরিফুল।



মামলার সঙ্গে শ্রদ্ধা জানানোর কোনও সম্পর্ক নেই জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, ‘সুরঞ্জিত দাদা আমাদের সবার স্নেহের ব্যক্তি।সিলেট আজ একজন বড় মাপের রাজনৈতিক ব্যক্তিকে হারিয়েছে।’
তিনি আরও বলেন, ‘দাদার (সুরঞ্জিত) ওপর বোমা হামলার ঘটনায় আমাকে হয়রানি করার জন্য জড়ানো হয়েছে। এত আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই।’
জানা যায়, আরিফুল হক চৌধুরী সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যা চেষ্টা ও কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত দুটি মামলা থেকে জামিনে রয়েছেনে। শহীদ মিনারে সুরঞ্জিত সেনগুপ্তকে শ্রদ্ধা নিবেদনের সময় আরিফুল হক চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সিলেট সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ২নং ওয়ার্ড কাউন্সিলর হাজী রাজিক মিয়া, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ২১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন ।
সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাইয়ে রাজনৈতিক সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। সমাবেশে তখন প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত। ওই বোমা হামলায় এক যুবলীগকর্মী নিহত ও ২৯ জন আহত হন। ওই ঘটনায় এসআই হেলাল উদ্দিন বাদী হয়ে দিরাই থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আরিফুলকে অভিযুক্ত আদালতে অভিযোগপত্র দাখিল করে।
/এআর/