সিলেটে তিন শ্রমিক নিহতের ঘটনায় পুলিশের মামলা

সিলেটসিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দির কলুমছড়া গ্রামে রাতের অন্ধকারে গর্ত করে পাথর উত্তোলনের সময় মাটিধসে তিন শ্রমিক নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। শুক্রবার রাতে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন পাথর ব্যবসায়ী বিছানাকান্দির বাছির মিয়া, আজাদ মিয়া, কামাল হোসেন, চট্টগ্রামের জাহিদ মিয়া, লক্ষীপুরের রাজু মিয়া ওরফে জাহিদ হাসান। তাদের মধ্যে জাহিদ মিয়া ও রাজু মিয়া ওরফে জাহিদ হাসানকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ।

গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে  জানান, ‘আসামিদের আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এজন্য পুলিশের কয়েকটি টিমও মাঠে কাজ করে যাচ্ছে।’ পুলিশ জানায়, গতকাল শুক্রবার (১১ জানুয়ারি) রাতে গর্ত থেকে পাথর উত্তোলনের সময় মাটিধসে তিন শ্রমিক নিহতের ঘটনা ঘটে। ঘটনাটি ধামাচাপা দিতে রাতের অন্ধকারেই শ্রমিকদের লাশ অন্যত্র সরিয়ে নেওয়া হয়। পরে পুলিশ সুনামগঞ্জ ও নেত্রকোনা থেকে লাশগুলো উদ্ধার করে। তারা হচ্ছে সুনামগঞ্জ সদরের গুলেরগাঁওয়ের জাকির হোসেন (২০) ও তোলা মিয়া (২৫) এবং নেত্রকোনা জেলার খালিয়ারজুড়ি উপজেলার চানপুর গ্রামের নির্মল’র ছেলে পরিমল (২৫)।

/এমএনএইচ/