পৃথিবীর সবচেয়ে বিপন্ন ‘বাংলা শকুন’ লাউয়াছড়ায়

শ্রীমঙ্গল শহরের শান্তিবাগ এলাকা থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা পৃথিবীর সবচেয়ে বিপন্ন প্রজাতির বাংলা শকুনের চিকিৎসা শুরু হয়েছে। মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে শকুনটির চিকিৎসা চলছে।

লাউয়াছড়ায় চিকিৎসা চলছে উদ্ধার হওয়া বাংলা শকুনেরশ্রীমঙ্গল বন বিভাগের সহকারী বন সংরক্ষক (বন্যপ্রাণী) তবিবুর রহমান শনিবার দুপুরে বাংলা ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেন। গত বুধবার দুপুরে শ্রীমঙ্গল শহরের শান্তিবাগ এলাকা থেকে অসুস্থ অবস্থায় শকুনটিকে উদ্ধার করে আনে শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগ।

শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগ সূত্র জানায়, শান্তিবাগ এলাকার একটি মাঠে শকুনটিকে পড়ে থাকতে দেখে এটির সাথে খেলা জুড়ে দেয় স্থানীয় কিছু শিশু-কিশোর। এক পর্যায়ে তারা শকুনটিকে গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে শ্রীমঙ্গল বন্যপ্রাণী প্রকৃতি ও ব্যবস্থাপনা সংরক্ষণ বিভাগ অসুস্থ শকুনটিকে উদ্ধার করে বন্যপ্রাণী অফিসে নিয়ে আসে।

বন্যপ্রাণী বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান বলেন, ‘পৃথিবীতে এটি সবচেয়ে বিপন্ন প্রজাতির শকুন। লাউয়াছড়া জাতীয় পার্কের রেসকিউ সেন্টারে শকুনটির প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা চলছে।’

/এমও/