বিপদসীমার ২০০ সেন্টিমিটার ওপরে খোয়াই নদীর পানি

খোয়াই নদীহবিগঞ্জে অব্যাহত বর্ষণ ও পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি বিপদসীমার ২০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়তে থাকায় শহরের লোকজনের মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) সকাল থেকে শহরে অবিরাম বৃষ্টি হচ্ছে। এর মধ্যে উজান থেকেও প্রবল বেগে পানি আসা অব্যাহত রয়েছে। শনিবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে খোয়াই নদীর পানি বিপদসীমার ২০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। খোয়াই নদীর পানি বৃদ্ধির খবর শুনে জেলা প্রশাসক মনীষ চাকমা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে যান।খোয়াই নদী

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলাম জানান, শনিবার দুপুর ১১টা নাগাদ খোয়াই নদীর পানি বিপদসীমার ২০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডে পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছে।

/এফএস/ 

আরও পড়ুন- 


টানা বৃষ্টিতে তিস্তাসহ নীলফামারীর বিভিন্ন এলাকা প্লাবিত