সুরমার পানি বিপদসীমার ওপরে, পানিবন্দি কয়েক লাখ মানুষ

সুনামগঞ্জে বন্যাপ্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ৭৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্ধ রয়েছে ৬টি উপজেলার দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। বেশ কয়েকটি উপজেলায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ভুইয়া জানান, মেঘালয় থেকে আসা পানি ও অতিবৃষ্টির কারণে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নতুন নতুন এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে।সুনামগঞ্জে বন্যা

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জাহেদুল ইসলাম জানান, প্রায় এক হাজার ৮৭৫ হেক্টর জমির রোপা-আমন ধানের চারা তলিয়ে গেছে। দোয়ারাবাজার উপজেলায় ১৫ হেক্টর সবজি বাগানের ক্ষতি হয়েছে। নতুন করে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের কাজ অব্যাহত আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।সুনামগঞ্জে বন্যা

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিজাম উদ্দিন জানান, জেলার বেশকিছু স্কুলে পানি ঢুকেছে। জেলার ৭টি উপজেলার প্রায় অর্ধ শতাধিক মাধ্যমিক বিদ্যালয়ের ভবন পর্যন্ত পানি প্রবেশ করেছে। ফলে ১৩ আগস্ট পর্যন্ত ক্লাস স্থগিত করা হয়েছে।সুনামগঞ্জে বন্যা

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বায়েজিদ খাঁন জানান, জেলা ৭টি উপজেলার দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষকেরা স্কুলে যাবে। আশ্রয়কেন্দ্র খোলা হলে সহযোগিতা করা হবে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, জেলার ১১টি উপজেলায় ৩ মেট্রিকটন করে জিআর চাল ও শুকনো  খাবারের জন্য ১০ হাজার করে জিআর ক্যাশ দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে।

/এফএস/ 

আরও পড়ুন- 
ধরলার পা‌নি বিপদসীমার ২২ সে‌ন্টি‌মিটার ওপরে

টানা বৃষ্টিতে তিস্তাসহ নীলফামারীর বিভিন্ন এলাকা প্লাবিত