মৌলভীবাজারে আঞ্চলিক ইজতেমা ২৫ জানুয়ারি

ইজতোমামৌলভীবাজার জেলায় এই প্রথমবারের মতো তিন দিনব্যাপী তাবলিগ জামাতের আঞ্চলিক ইজতেমা হতে যাচ্ছে। শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকায় এ আঞ্চলিক ইজতেমা শুরু হবে ২৫ জানুয়ারি। ইতোমধ্যে ইজতেমা মাঠের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের সময় মোনাজাত করেন জেলার শীর্ষ আলেম মুফতি রশিদ আহমদ ফারুক শায়েখে বর্ণভী।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো.তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ ও সাধারণ সম্পাদক মো. মিছবাহুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান, পৌর মেয়র মো. ফজলুর রহমান, মাওলানা শাহ নজরুল ইসলাম, মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান মো.তাজুল ইসলাম তাজসহ আরও অনেকে।
মৌলভীবাজার জেলা প্রশাসক মো.তোফায়েল ইসলাম বলেন, ‘মাঠে ছামিয়ানা, বাথরুম, অজু-গোসলের হাউজ, গাড়ি পার্কিংসহ যাবতীয় ব্যবস্থার জন্য কাজ শুরু হয়েছে। যাতে আগত মুসল্লিদের কোনও ধরনের অসুবিধা না হয়।’
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বলেন, ‘ইজতেমা মাঠে নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশের বিশেষ টিমসহ সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের একটি টিম। তারা মাঠে কাজ করবে। র‌্যাবের টইল ও উপস্থিতি জোরদার করা হবে। নিরাপত্তায় আমাদের সব ধরনের প্রস্তুতি আছে।’
৪০ একর জায়গা জুড়ে ইজতেমা মাঠে এবারে মৌলভীবাজার জেলায় প্রথমবারের মতো জেলা ইজতেমাতে দেশি-বিদেশি মুসল্লিসহ প্রায় ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে ইজতেমার আয়োজকরা আশা প্রকাশ করেন।