সিলেট এমসি ও সরকারি কলেজে ছাত্র ধর্মঘট চলছে

strikeসিলেট সরকারি কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগকর্মী তানিম খানকে হত্যার ঘটনায় সোমবার (৮ জানুয়ারি) সকাল থেকে সিলেট এমসি ও সরকারি কলেজে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে টিলাগড় কেন্দ্রীক ছাত্রলীগ। ধর্মঘটের কারণে আজ কলেজে কোনও ক্লাস হয়নি। পাশাপাশি এমসি কলেজে স্নাতক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি।
অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ ক্যাম্পাসসহ টিলাগড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে আজ সকাল ১১টার দিকে রঞ্জিত গ্রুপের কর্মীরা ছাত্রলীগকর্মী তানিম খানের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এমসি কলেজের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। পরে শাহপরাণ থানা পুলিশ হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
সিলেট মহানগর পুলিশ শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার সকাল থেকে এমসি ও সরকারি কলেজে ছাত্রলীগের ডাকা ছাত্র ধর্মঘট চলছে। যতটুকু জেনেছি তারা অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এমসি ও সরকারি কলেজসহ আশপাশ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।’
তিনি আরও বলেন, ‘রবিবার (৭ জানুয়ারি) পুলিশ টিলাগড়সহ আশপাশ এলাকায় অভিযান চালিয়ে তিন জন ছাত্রলীগকর্মীকে আটক করেছে। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ তদন্তের স্বার্থে তিনি কারও নাম প্রকাশ করতে রাজি হননি।
উল্লেখ্য, রবিবার (৭ জানুয়ারি) সিলেট নগরের টিলাগড় এলাকায় আধিপত্যের জের ধরে কাউন্সিলর আজাদ গ্রুপের অনুসারীদের হামলায় নিহত হন সরকারি কলেজ ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী তানিম খান। নিহত তানিম জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত গ্রুপের কর্মী। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের জেরে এ হামলার ঘটনা ঘটে।