ব্যালট সংকট, ভোট দিতে না পারার অভিযোগ ৩০ জনের

ভোট দিতে না পারা দুইজনসিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ব্যালট সংকটের কারণে ৩০ জন ভোটার ভোট দিতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। তবে প্রিজাইডিং অফিসারের দাবি, কেন্দ্রে সংঘর্ষের কারণে ভোটগ্রহণ করা হয়নি।

সোমবার দুপুর বেলা ১টায় নগরীর পাঠানটুলা এলাকার শাহজালাল জামেয়া ইসলামিয়া মাদ্রাসা পশ্চিম কেন্দ্রে ভোট দিতে আসা ভোটাররা এ অভিযোগ করেন।

একই এলাকার ভোটার অসিত পাল জানান, ভোটকেন্দ্রে যাওয়ার পর কর্মকর্তারা জানান ব্যালট পেপার শেষ হয়ে গেছে। একই অভিযোগ করেন নতুন ভোটার মাহবুবুল আলম, আব্দুর রহমান চৌধুরী, ফৌজিয়া আক্তার, ফায়েজা আক্তারসহ অনেকেই।

এ ব্যাপারে কেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং অফিসার আব্দুল আজাদ জানান, কেন্দ্রে সংঘর্ষের কারণে ৩০ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল। ব্যালট পেপার পর্যাপ্ত আছে।

জানা গেছে, সিসিক নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান (নৌকা) ও বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। এরই মধ্যে আরিফ নির্বাচন বাতিলের দাবি জানান। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থী আছেন ভোটের লড়াইয়ে।

নির্বাচন অফিস থেকে জানা যায়, সিলেট সিটিতে বর্তমানে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ৪৪৪ এবং নারী ভোটার এক লাখ ৫০ হাজার ২৮৮ জন।

 আরও পড়ুন- 

সিলেটে নির্বাচন বাতিলের দাবি আরিফের

‘সিলেটে কী হবে, তা জয়ের জরিপে আছে’